অর্থনেতিক সাবলম্বীতা/ স্বচ্ছলতার উদ্দ্যেশ্যে আফ্রিকার দেশসমূহ চীন হতে অনুদান এবং বিনিয়োগ গ্রহণ করা শুরু করে সমসাময়িক সময়ে। এর মধ্যে আফ্রিকান ইউনিয়নের অবকাঠামো নির্মাণও অন্তর্গত। কিন্তু সাম্প্রতিককালে ধরা পড়ে যে চীনা অনুদান ও ম্যানপাওয়ার দিয়ে নির্মিত দপ্তরসমূহ Bugged (আড়িপাতা)